সকালবেলা অনলাইনঃ ইবিএলের গ্রাহকরা বিডিজবসের প্রশিক্ষণে বিশেষ ছাড় পাবেন। দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) কার্ডধারীরা বিডিজবস ট্রেইনিং ডটকমের প্রশিক্ষন ফি’র উপর ২৫ শতাংশমূল্যছাড় সুবিধা পাবেন।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে ইবিএল রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং বিডিজবস ডটকম লিমিটেডের প্রশিক্ষণ প্রধান মোহাম্মদ মফিদুল আল চুক্তিতে সই করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল কার্ড ও ডিজিটাল ব্যাংকিং প্রধান আহসান উল্লাহ চৌধুরী,ই-কমার্স প্রধান ফয়সাল এম ফাতে-উল ইসলাম এবং বিডিজবস ডটকম প্রশিক্ষণ বিভাগের জেষ্ঠ্য নিবার্হী আসিফ ইয়াসিন কবির।