সকালবেলা অনলাইনঃ ২২ দিন পর বুধবার মধ্যরাত (১২টার পর) থেকে উঠছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা। ইলিশ সম্পদ সংরক্ষণে প্রধান প্রজনন মৌসুম হিসেবে গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, পরিবহন, মজুত, বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।
চন্দ্র মাসের ভিত্তিতে প্রধান প্রজনন মৌসুম ধরে এ বছর আশ্বিন মাসের প্রথম চাঁদের পূর্ণিমার দিন এবং এর আগে ৪ ও পরের ১৭ দিনসহ মোট ২২ দিন ইলিশ ধরা বন্ধ রাখা হয়।
নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। মা-ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে নানা কর্মসূচি নেয় মৎস্য অধিদফতর। মৎস্য অধিদফতরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কাজি ইকবাল আজমকে প্রধান সমন্বয়কারী করে কেন্দ্রীয় মনিটরিং কমিটি গঠন করা হয়। গঠন করা হয় বিভাগীয় কমিটি এবং একটি কন্ট্রোল রুম।
মৎস্য অধিদফতরের সঙ্গে নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, নৌপুলিশ, র্যাব, বিজিবি, জেলা ও উপজেলা প্রশাসন এ কর্মসূচি বাস্তবায়নে একযোগে কাজ করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কেন্দ্রীয় মনিটরিং কমিটির প্রধান সমন্বয়কারী কাজি ইকবাল আজম বলেন, ‘বুধবার মধ্য রাত থেকে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। আশা করছি এ উদ্যোগ ইলিশের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এ কর্মসূচি বাস্তবায়নে মৎস্য অধিদফতরের কর্মকর্তারা অনেক পরিশ্রম করেছেন। কোথাও কোথাও তারা আঘাতপ্রাপ্তও হয়েছেন।’
ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধের সময়ে আইন অমান্যকারীদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা হয়েছে ১০৩ টন ইলিশ। দুই হাজার ৫৭৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে বলেও জানান ইকবাল আজম।